শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
বরিশালে শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের নামে লীজ নেওয়া অর্পিত সম্পত্তির জমি কোন ভাবেই হাতছাড়া হতে দেয়া হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আজ বৃহস্পতিবার দুপুরে বরিশালে নির্মানাধীন শিল্পকলা একাডেমী পরিদর্শন ও সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।
তিনি বলেন, যত বড় প্রভাবশালীই হোক না কেন, শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের নামে লীজ নেওয়া জমি যাতে কোন ভাবেই হাতছাড়া না হয় সেজন্য তিনি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, বরিশাল নগরীতে শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের নামে অর্পিত সম্পত্তি লীজ নিলেও স্থানীয় শিল্পপতি বিজয় কৃষ্ণ দে’র স্ত্রী শৈল বালা দে নিজের দাবী করে অর্পিত সম্পত্তি অবমুক্তি চেয়ে মামলা করলে তা এখন বিচারাধীন রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে ওই জমি রক্ষায় আন্দোলন হয়েছে।