শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন
বরিশােলের বাকেরগঞ্জে ধর্ষনে অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেনীর ছাত্রী শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান প্রসব করেছে।
আজ (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের ওটিতে সিজারের মাধ্যমে কন্যা সন্তান প্রসব করে ওই শিশু।
চিকিৎসক জানান, শিশু এবং তার মা দুজনেই ঝুঁকিতে রয়েছে। শিশুটিকে নিবির পর্যবেক্ষন কেন্দ্রে রাখা হচ্ছে। আর শিশু মায়ের চিকিৎসায় নেয়া হচ্ছে সর্বোচ্চ ব্যবস্থা।
এর আগে বরিশালের জেলা প্রশাসক অজিয়র রহমান শিশুটির সাথে দেখা করে ১০হাজার টাকা এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহর পক্ষ থেকে ৫০ হাজার ও হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন ১০হাজার টাকা প্রদান করেন।
উল্লেখ্য, বরিশালের বাকেরগঞ্জের ভোজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের কারনে অন্তঃসত্ত্বা হয়ে পরায় ১০ ডিসেম্বর শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মামলা হলেও স্থানীয়দের চাপে প্রকৃত দোষীদের আসামী করা যায়নি বলে অভিযোগ নির্যাতিতার। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর শুক্রবার এসপি, ডিসি এবং পরিচালক শিশুটির কাছে যান এবং সহায়তার আশ্বাস দেন।
আরও পড়ুন: **ছাত্রী ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।