শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
বিএনপি কারান্তরীণ চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। নগরীর বগুড়া রোডে শুরু হওয়া মিছিলটি অক্সফোর্ড মিশন রোডে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বরিশাল মহানগর বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান খান ফারুখ, আক্তার হোসেন মেবুল, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিণ, জল বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ, মহানগর যুবদলের সহ সভাপতি কামরুল হাসান রতন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।