শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
বরিশাল সদর উপজেলার তালুকদার হাট বাজারে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (০৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক সুমি রাণী মিত্রের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মূল্যের তালিকা প্রদর্শন না করা, অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বা ঔষধ বিক্রয় করায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৫১ ধারা মোতাবেক বাজারের বাপ্পারাজ মেডিকেল হলের প্রোপাইটর মোঃ বাপ্পারাজ, মেসার্স মিন্টু মেডিকেল হলের প্রোপাইটর মোঃ শামসুল হক মিন্টু, তরুন মেডিকেল হলের প্রোপাইটর তরুন চন্দ্র রায়, ধানসিড়ি হোটেলের প্রোপাইটর মোঃ তারেক ও বিসমিল্লাহ হোটেলের প্রোপাইটর মোঃ কবির হাওলাদারকে মোট ১১ হাজার ৫ শত টাকা জরিমান করা হয়।
অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই(নিঃ) কাজী ইমরান আহম্মেদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।