বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
নির্যাতিত ত্যাগীরাই আগামীতে নেতৃত্বের দাবীদার ।। নেছার উদ্দিন জাফর বাউফলে ঘাতক ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান, চালক আটক সভাপতি জাহিদ রিপন, সম্পাদক আকাশ।।  মহিপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন কুয়াকাটায় ধরা পড়ল বিরল প্রজাতির ‘গিনি “অ্যাঞ্জেল ফিশ মহিপুরে জেলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কক্সবাজারের হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা কুয়াকাটার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টার অন্যতম আসামি গ্রেপ্তার মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার টাকা স্বৈরাচারের দোসরদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবেনা ।। নেছার উদ্দিন জাফর বগা ফেরিতে চলছে বকশিসের নামে চাঁদাবাজি,ভোগান্তিতে পরিবহন চালক কলাপাড়ায় আন্তর্জাতিক ‘নীলাকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উদযাপন রায়পাশা কড়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহার’র দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
বরিশালে রাস্তা ছেড়ে চায়ের দোকানে যাত্রীবাহি বাস

বরিশালে রাস্তা ছেড়ে চায়ের দোকানে যাত্রীবাহি বাস

Sharing is caring!

বরিশাল নগরীতে রাস্তা ছেড়ে চায়ের দোকানে উঠে গেছে যাত্রীবাহি বাস। এতে ভাগ্যক্রমে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দোকানী গুরুতর আহত হয়েছে। চায়ের কেটলির গরম পানিতে ঝলসে গেছে তার শরীরের কিছু অংশ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় বানারীপাড়া বাস টার্মিনালের সামনে এই ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিত ও বাসটির সামনের গ্লাস ভাংচুর করে। তবে পালিয়ে যায় বাসটি চালনা করা হেলপার।

প্রত্যক্ষদর্শী নতুন বাজারের ব্যবসায়ীরা জানায়,বানারীপাড়াগামী আল মক্কা নামের একটি বাস নতুনবাজার বাস টার্মিনাল থেকে বের হচ্ছিলো। এসময় বাসটি চালাচ্ছিলো চালকের সহকারী (হেলপার)। দ্রুত গতিতে টার্মিনাল ভবন থেকে বের হওয়ার সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা চন্দ্রদ্বীপ টি- স্টোরে উঠিয়ে দেয়।

ঘটনাস্থল পরিদর্শন করা বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই আরাফাত রহমান হাসান বলেন, ‘ঘটনার সময় চায়ের দোকানে অন্য কেউ ছিলো না। যে কারনে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। তবে বাসের ধাক্কায় দোকানে থাকা চায়ের কেটলি’র গরম পানি দোকান মালিক অশোক মালীর গায়ে পড়ে। এতে তার পায়ের কিছু অংশ ঝলসে গেছে।

এসআই আরাফাত হাসান বলেন, ‘ঘটনার পর পরই বাসটি আটক করা হয়। কিন্তু আহত ব্যক্তি এই ঘটনায় কোন মামলা করতে অপরাগতা প্রকাশ করেছেন। তাই বাসটি বরিশাল জেলা বাস মালিক গ্রুপের জিম্মায় দেয়া হয়েছে। তাছাড়া আহত ব্যক্তিকে বাস মালিকের পক্ষ থেকে চিকিৎসা খরচ দেয়ার বিষয়ে বলা হয়েছে।

এদিকে অভিযোগ পাওয়া গেছে, ‘দুর্ঘটনার পরে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে ঘটনাস্থলে এসে আহত এবং প্রতিবাদকারীদের হুমকি ধামকি দেয়। এর ফলে দুর্ঘটনায় কেউ থানায় অভিযোগ দিতে সাহস পায়নি। তবে যে আহত হয়েছে তাকে ক্ষতিপুরন দেয়ার আশ্বাস দিয়েছে মালিক সমিতির ওই নেতা।

স্থানীয়রা আরও বলেন, ‘যেই বাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেটার কোন ফিটনেস, ট্যাক্স টোকেন নেই। তার মধ্যে চালকের পরিবর্তে হেলপার দিয়ে বাসটি চালনা করা হচ্ছিলো। পুলিশ এসব কিছু জেনেও তারা বাস বা বাস মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে মালিক পক্ষের সাথে সমঝোতা করে বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া নগরীর মূল পয়েন্টে এই ধরণের বাস টার্মিনাল থাকায় প্রতিনিয়ত সমস্যা ও ভোগান্তির কথাও জানান স্থানীয় বাসিন্দারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD