শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
সড়ক পরিবহনের নতুন আইন (২০১৮) সংশোধন করার দাবীতে বরিশালে শুরু হওয়া অনির্দিষ্ঠকালের পরিবহন শ্রমিকের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। বুধবার ( ২০ নভেম্বর) সকাল থেকেই বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। নগরের নথুল্লাবাত কেন্দ্রীয় বাসটার্মিনালে এলাকা থেকে ছেড়ে যাচ্ছে বাস। বুধবার সকালে বিষয়াট নিশ্চিত করেছেন বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ থেকে ডাকা বরিশালের পরিবহন শ্রমিকের ডাকা অনির্দিষ্ঠকালের কর্মবিরতি বুধবার সকালে প্রত্যাহার করেছে তারা। এরপর থেকে ৮ টি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, শ্রমিক ফেডারেশনেরে কেন্দ্রীয়ভাব ২১ ও ২২ নভেম্বর মিটিং রয়েছে। সে মিটিং এ যে সিদ্ধান্ত হবে সে অনুযায়ী আমরাও আমাদের পরবর্তী কর্মকাণ্ড চালাবো। আজাদ নামে এক গাড়ী চালক জানান, শ্রমিকনেতাদের নির্দেশে তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে।