শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
লবণ নিয়ে গুজব ছড়ানো ও মূল্যবৃদ্ধি রোধে মাঠে নেমেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
এরইমধ্যে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে একটি দল নগরীর বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে তারা নগরের চকবাজার, বাজার রোড, হাটখোলা ও সদররোড এলাকায় অভিযান চালাচ্ছেন।
এসময় বিসিসি কর্মীরা ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলে তাদের সতর্ক করেন। পাশাপাশি গুজবে কান না দিয়ে নির্ধারিত মূল্যে লবণ কেনাবেচার আহ্বান জানান তারা।
বিসিসি জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, গুজব প্রতিরোধে আমরা সতর্ক ও সচেষ্ট রয়েছি।