সোমবার, ০৭ Jul ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড সভাপতি টিপু সম্পাদক অমল কলাপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন কলাপাড়ায় বিএনপির দিনব্যাপী সাংগঠনিক সভা সৎ এবং সুশিক্ষিত নেতৃত্বের মাধ্যমেই শিক্ষার উন্নয়ন সম্ভব….এবিএম মোশাররফ হোসেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন
বরিশা‌লের ৮ রু‌টের বাস চলাচল বন্ধ

বরিশা‌লের ৮ রু‌টের বাস চলাচল বন্ধ

Sharing is caring!

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ব‌রিশা‌লের অভ্যন্তরীণ আট রু‌টের বাস চলাচল বন্ধ রে‌খে‌ছেন চালক-‌হেলপার শ্রমিক নেতারা।

মঙ্গলবার (১৯ ন‌ভেম্বর) সকাল ১১টা থে‌কে ব‌রিশাল কেন্দ্রীয় বাসটা‌র্মিনাল নথুল্লাবাদ থে‌কে এ বাস চলাচল বন্ধ রাখেন তারা।

বাস চলাচল বন্ধ থাকায় ব‌রিশাল থে‌কে জেলার বি‌ভিন্ন এলাকায় চলাচলরত যাত্রীরা পড়েছেন চরম দু‌র্ভো‌গে। ফলে তাদের বাড়তি ভাড়া দি‌য়ে অ‌টো‌রিকশা, সিএন‌জি অথবা মোটরসাই‌কে‌লে করে যাতায়াত কর‌তে হচ্ছে।

শ্র‌মিকরা ব‌লে‌ছেন, তাদের প‌ক্ষে নতুন সড়ক আই‌নের জ‌রিমানা দেওয়া সম্ভব না। তাই তারা বাস চলাচল বন্ধ রে‌খে‌ছেন।

বাসচালক বশির বলেন, নতুন আই‌নে ‌যে হা‌রে জেল-জ‌রিমানা বাড়ানোর হ‌য়ে‌ছে। তা‌তে যানবাহন চালনা বন্ধ করা ছাড়া উপায় নেই। দুর্ঘটনায় পাঁচ লাখ টাকা জ‌রিমানা করলে সে টাকা দেওয়ার সাধ্য নেই। আর সাধ্য থাকলে অন্য পেশায় যেতাম, বাস চালাতম না।

‌কোনো চালকই চান না দুর্ঘটনা হোক বলে যোগ করেন তিনি।

ব‌রিশাল জেলা সড়ক প‌রিবহন শ্রমিক ইউ‌নিয়‌নের সাধারণ সম্পাদক ফ‌রিদ হো‌সেন সরদার জানান, আমাদের ২২ ন‌ভেম্বর কেন্দ্রীয়ভা‌বে মি‌টিং আছে। কিন্তু তার আ‌গেই শ্র‌মিকরা অভ্যন্তরীণ রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দি‌য়ে‌ছেন।

এদি‌কে জেলা বাসমালিক গ্রু‌পের যুগ্ম সম্পাদক কি‌শোর কুমার দে বলেন, সকা‌লে বাস যথা নিয়মে চল‌ছি‌ল। কিন্তু শ্রমিকরা হঠাৎ ক‌রেই কর্ম‌বির‌তি‌তে চ‌লে যায়। প‌রে জান‌তে পা‌রি নতুন সড়ক আই‌নের কার‌ণে তারা ঝুঁকি নি‌য়ে বাস চালা‌তে চান না, তাই তারা কর্ম‌বির‌তিতে গে‌ছেন।

জেলা বাসমালিক গ্রু‌পের সাধারণ সম্পাদক গোলাম মাশ‌রেক বাবলু বলেন, আমাদের বাস চালনার ই‌চ্ছে আ‌ছে, কিন্তু শ্রমিকরা না চালা‌লে আমা‌দের কী করার আ‌ছে। আমরা শ্রমিক নেতা‌দের ব‌লে‌ছি, তারা পদ‌ক্ষেপ নেবেন আশা ক‌রি।

‌তি‌নি আরও বলেন, অভ্যন্তরীণ রু‌টের বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে। পাশাপা‌শি দূরপাল্লার ‌যেসব বা‌সে আগাম টি‌কিট কাটা হ‌য়ে‌ছি‌ল, সেগু‌লো চল‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD