রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
ঘূর্নিঝড় বুলবুল মোকাবেলায় বরিশালে নানান প্রস্তুতি গ্রহন করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)। অপরদিকে শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে জরুরি সভা আহবান করা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বরিশালের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রশীদ জানান, ইতোমধ্যে বরিশাল জোনের ৬ হাজার ১৫০ জন সেচ্ছাসেবককে প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড় বিষয়ে জনসাধারনকে অবগত করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট স্থানসমূহে পতাকা টানানো হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় পরবর্তী করনীয় নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। জনসাধারণকে ঘূর্ণিঝড়ের বিষয়ে খবরাখবর রেখে, সে ব্যাপারে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য দেশের উপকূলী এলাকার ১৩ টি জেলার ৪১ টি উপজেলায় সিপিপি’র মোট সেচ্ছাসেবকের সংখ্যা ৫৫ হাজার ৫১৫ জন। এরমধ্যে পুরুষ ৩৭ হাজার ১০ জন এবং মহিলা ১৮ হাজার ৫০৫ জন। মোট ৩৫৫ টি ইউনিয়নে সিপিপি’র ৩ হাজার ৭০১ টি ইউনিট রয়েছে। এদিকে শুক্রবার সকাল থেকে বরিশালের আকাশ মেঘলাচ্ছন্ন রয়েছে। সকাল থেকে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে এবং গতকালের থেকে তাপমাত্রাও কিছুটা কম রয়েছে।