শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
ময়লা-আবর্জনা ফেলে ব্যাপ্টিষ্ট চার্চের কবরস্থানের পবিত্রতা নষ্ট করার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শনিবার(০২ নভেম্বর) বিকেলে বরশিাল ব্যাপ্টিষ্ট চার্চের কবরস্থানের সামনে বান্দরোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বরিশাল সদর ব্যাপ্টিষ্ট চার্চের আয়োজনে খ্রিষ্টান ধর্মালম্বীদের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন সদর ব্যাপ্টিষ্ট চার্চের সেক্রেটারি যনসন মেরীগুহ, বগুরা ব্যাপ্টিষ্ট চার্চের সেক্রেটারি রবিন বল্লভ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নগরের বান্দরোডের সাইথ এ্যাপোলো ডায়াগনস্টিক কমপ্লেক্স ও ব্যাবিলন মেডিকেল সার্ভিসেস এর ব্যবহৃত ময়লা-আবর্জনা ফেলে ব্যাপ্টিষ্ট চার্চের পবিত্র কবরস্থানের পবিত্রতা নষ্ট করা হচ্ছে। এ থেকে আমরা পরিত্রান চাই। আহবান থাকবে কবরস্থানের পবিত্রতা যেন সকলে রক্ষা করে।
মানববন্ধন শেষে কবর প্রতিষ্ঠা ও মৃতদের আত্মার শান্তি কামনায় বাইবেল পাঠ, ধর্মীয় গান ও বিশেষ প্রার্থনা করা হয়।
পরে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন করা হয়।