সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
বরিশালে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে বিভিন্ন প্রকার উগ্রপন্থী বই ও লিফলেট উদ্ধার করা হয়। আটক বরিশালের মুলাদী উপজেলার তেরোচড় এলাকার মৃত আবুল হোসেন আকন্দ’র ছেলে মোঃ ইমাম হোসেন(৪৮)। বৃহষ্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে র্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এরআগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর আভিযানিক দল বরিশাল মেট্রোপলিটনের এয়ারপো্ট থানা এলাকা থেকে তাকে আটক করে। আটকের পর মোঃ ইমাম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে জেএমব ‘র একজন সক্রিয় সদস্য। সে স্থানীয় মাদ্রাসায় নুরানী প্রশিক্ষণ কোর্স এবং কারিয়ানা কোর্স করে। পরে লন্ড্রীর দোকানের পাশাপাশি মসজিদে ইমামতি করে। সে শীর্ষ জেএমবি সদস্য মোঃ সুলতান নাসির উদ্দিননের সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। সে দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে ছদ্মবেশে আত্মগোপন করে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে। আটককৃত মোঃ ইমাম হোসেন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।