সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
বরিশালকে চন্দ্রদ্বীপ উপজেলা ঘোষণার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তার বলেন, বরিশালের কীর্তনখোলা নদীর পূর্ব তীরে অবস্থিত অবহেলিত চরকাউয়া,চাঁদপুরা, টুঙ্গিবাড়ীয়া,চন্দ্রমোহন, চরামদ্দি,চরাদি ও দাড়িয়াল ইউনিয়নসহ সাতটি ইউনিয়ন নিয়ে নতুন করে চন্দ্রদ্বীপ উপজেলা হিসেবে ঘোষণার দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক মোঃ মুনাওয়ারুল ইসলাম অলি, সদস্য সচিব মোঃ মানিক মৃধা সহ ওই সব ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরকাউয়া খেয়াঘাটে গিয়ে শেষ হয়। গেল দুইমাস আগে তাঁরা চন্দ্রদ্বীপ উপজেলার দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন । তবে এসব ইউনিয়ন বর্তমানে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার আওতাধীন রয়েছে।