শনিবার, ১০ মে ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে বজ্রপাতে সান্তনা বেগম নামে ৬০ বছরের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক মীর জানান, স্বামী পরিত্যাক্তা ও নিঃসন্তান ওই নারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আজিমপুর গ্রামের হাওলাদার বাড়ির পাশেই বসবাস করতো।
ঘটনার আগ মুহুর্তে তিনি রান্নার ঘরে ছিলেন। বাহিরে বের হয়ে আসতেই বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান। এছাড়া এ ঘটনায় রেশমা বেগম (৩৪) নামে অপর এক নারী গুরুত্বর আহত হয়েছন।
তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিতেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।