রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বরিশাল মহানগর সহ বিভাগের ৬ জেলায় বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি’১৭- এর হাল নগাদ তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় বরিশাল নগরের সদররোডস্থ বিএনপি’র দলীয় কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।
সাংগঠনিতক আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, মেজবা উদ্দিন ফরহাদ, সাবেক এমপি আবুল হোসেন খান, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন,সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল জেলা (দক্ষিন) বিএনপির সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহ্, হায়দাল আলি খান লেলিন, নুরুল ইসলাম নয়ন, কাজী রওনুকুল ইসলাম রনক সহ বরিশাল বিভাগের ৬ জেলার সভাপতি-সম্পাদকসহ নেতৃবৃন্দ।
সভার শুরুতে প্রধান অতিথি যুগ্ম-মহাসচিব খাইরুল কবীর খোকন গণমাধ্যমকে বলেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে সকলস্থরে সদস্য সংখ্যা কত তা স্থানীয়ভাবে চিহ্নিত করার জন্য কাজ করা হচ্ছে। এই কর্মসূচি আমাদের ১৭ সালের হলেও, বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতার কারনে তখন আমাদের এ কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।
এসময় তিনি বরিশাল মহানগরসহ বিভাগের ৬ জেলার বিভিন্ন স্থরের সকল ইউনিট সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিকে সার্বিক সহযোগীতা করার আহবান জানান।