রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
২০ অক্টোবর থেকে বরিশাল মহানগরের ওয়ার্ডগুলোর সম্মেলন শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে মহানগর আওয়ামী লীগ। ৩০টি ওয়ার্ডের এই সম্মেলন ১৫ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানা গেছে।
শনিবার সকালে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ তালুকদার মো: ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন সফলের লক্ষ্যে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।