রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:১১ অপরাহ্ন
বরিশালের হিজলা উপজেলায় এক যুবককে নির্মমভাবে নির্যাতন করে জোড়পূর্বক ময়লা পানি খাওয়ানো ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় গ্রেফতারকৃত ৩জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ দুপুরে হিজলা থানা পুলিশ গ্রেফতারকৃত ৩জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাব্বির মো. খালিদ তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সাথে তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন আদালত।
এর আগে গতকাল মঙ্গলবার নির্যাতিতের বাবা মহিউদ্দিন ব্যাপারী বাদী হয়ে হিজলা থানায় অপহরন, নির্যাতন, চাঁদাবাজী ও মানহানীর অভিযোগে একটি মামলা দায়ের করেন।
গত ৩০ সেপ্টেম্বর বরিশালের হিজলা উপজেলায় আজম ব্যাপারী নামে এক যুবককে নির্মমভাবে নির্যাতন করে জোড়পূর্বক ময়লা পানি খাওয়ায় স্থানীয় প্রভাবশালীরা। এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয় গত সোমবার রাতে। মঙ্গলবার পুলিশ এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করে। নির্যাতিত যুবকের বাড়ি হিজলা উপজেলার হরিনাপুর ইউনিয়নের টুমচর গ্রামে।
ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।