রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
বরিশালে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন-কাশিপুর এলাকার বাসিন্দা হাসেম (৪০) ও এয়ারপোর্ট থানাধীন এলাকার বাসিন্দা আব্দুর রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, দ্রুতগতির একটি প্রাইভেটকার একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দু’জন আহত হয়। আহতদের উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, সালেহা বেগমকে জরুরি বিভাগে ও হাসেমকে ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।