শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
বরিশাল সদর উপজেলার ২২টি পূজামণ্ডপের কর্তৃপক্ষকে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তা তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সদর উপজেলার ২২টি মণ্ডপের কর্তৃপক্ষের প্রত্যেককে ২০ হাজার টাকা করে চেক দেওয়া হয়েছে।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু এবং মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম প্রমুখ।