শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে স্বজনরা বিক্ষুব্দ হয়ে পরলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। হাসপাতাল ও প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে, সকাল সোয়া ৮ টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় মহিলা সার্জারী ওয়ার্ডে সুলতানা নামের এক রোগীর মৃত্যু হলে স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং হট্টগোল বাধান। তারা ৫ম তলায় চিকিৎসকের রুমের সামনে গিয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তৃতীয় তলার সেবিকার রুমের কাগজপত্র ফেলে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। মৃতের স্বজন জাহাঙ্গীর ও আজিজ জানান, গত ২৭ আগষ্ট বরিশালের হেমায়েত উদ্দিন ডায়বেটিক হাসপাতালে বরিশাল সদর উপজেলার চর কাউয়া এলাকার বাসিন্দা বসির খানের স্ত্রী সুলতানা (৩২) গর্ভবতী অবস্থায় ভর্তি হন। ওই দিনই সেই হাসপাতালে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। এরপর সেখান থেকে চলে যাওয়ার ৪/৫ দিনের মধ্যে সুলতানা হঠাৎ করে অসুস্থ বোধ করলে রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। যেখান থেকে গত ১৫ সেপ্টেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারী-৩ ইউনিটে ভর্তি করা হয়। আর চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮ টায় হঠাৎ করেই সুলতানা মৃত্যু বরণ করেন। কিন্তু গতকালও সুলতানা সুস্থ ছিলো, হাটাচলা করছিলো। তাদের অভিযোগ বারবার বলার পরও সুলতানার যথাযথ খোজ-খবর নেননি দায়িত্বরত চিকিৎসকরা। তবে শেবাচিম হাসপাতালের চিকিৎসকদের মতে এ রোগী আগে থেকেই সঙ্কটাপন্য অবস্থায় ছিলো। তার যথাযথ চিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছে শেবাচিম হাসাপাতালে। এদিকে কোতোয়ালি মডেল থানার এসআই শাহ জালাল বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা ক্ষুব্দ হয়ে ওঠে। পরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্বজনরা মৃতদেহ নিয়ে গেছেন, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি শান্ত রয়েছে।