শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে বরিশালে পৃথক পৃথকভাবে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় সদর রোড বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।প্রথমে জেলা স্বেচ্ছাসেবক দল দলীয় কার্যালয়ের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে পরে দলীয় কার্যালয় এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে।লোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন।লা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাধারন সম্পাদক রফিখুল ইসলাম জনিসহ অন্যান্যরা।অপরদিকে মহানগর স্বেচ্ছাসেবক দল একই স্থানে বেলা ১২ টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এসময় প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার।মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক মীর জাহিদুল কবীর জাহিদ সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির সকল আন্দোলন সংগ্রামে অগ্রনি ভুমিকা পালন করছে। দলের প্রয়োজনে তারা যেকোন ত্যাগ স্বিকার করতে রাজি আছেন। বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছে। আন্দোলন সংগ্রাম ছাড়া তার মুক্তি সম্ভব নয়। তাই সিনিয়র নেতাদের নির্দেশে স্বেচ্ছাসেবকদল ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার মুক্তির সংগ্রামে মাঠে নামবে। সৈরাচারী সরকারের হাত থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই বলেও তারা দাবি করেন।