শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাসানাত মোঃ রাশেদ তাদের মৃত বলে ঘোষনা করেন। এরআগে বিকেল পৌনে ৬ টার দিকে রহমতপুরের কামিনী পেট্রোরপাম্প সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি এলাকার বাসিন্দা সামসুল আলমের ছেলে ও ব্রনাই প্রবাসী সিরাজুল ইসলাম মুরাধ (২৫) ও তার বন্ধু একই এলাকার সালাম সিকদারের সুরুজ (২৫)। স্থানীয়রা জানান, বরিশাল থেকে ঢাকা যাওয়ার সময় সাকুরা পরিবহনের যাত্রীবাহি বাসটি পেছেন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।