সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান বিএনপির দলীয় পরিচয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে হুমকি থানায় জিডি লাউকাঠীতে নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সবুজ আকনের নেতৃত্বে সাম্যের খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল বাউফলে এক প্রতারক পুলিশের হাতে আটক তারুণ্যের সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার কলাপাড়া বাজার আয়োজিত  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ
বরিশালে চীনের ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেইন প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বরিশালে চীনের ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেইন প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে চীনের ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেইন প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২২ শে এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় বরিশাল জেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন কর্মসূচি ও প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

হাজার মানুষের গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষে বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার ও জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএনডিসি সভাপতি জুনায়েদ ডালিম। এসময় উপস্থিত ছিলেন এসএনডিসি ও মানবী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা। এছাড়া উক্ত আয়োজনে আহার যুব সংগঠন সভাপতি জে এইস আল-আমীন, লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি পারভেজ সিকদার, মানবী সদস্য জোহরা ইসলাম জুজী, লাল সবুজ সোসাইটি এর সিহাব, শালিন্য সম্পাদক কিশোর বালা,তরঙ্গ সংগঠনের অভি উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগকে একসময় “বাংলার শস্যভান্ডার” বলা হতো, কিন্তু প্রাকৃতিক দূর্যোগ ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে কৃষি উৎপাদন কমে গিয়েছিল। বরিশাল দীর্ঘকাল ধরে অবহেলিত যার ফলে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বরিশাল বিভাগে স্বাস্থ্য খাতের অবস্থা দীর্ঘকাল ধরে চ্যালেঞ্জের সম্মুখীন।

জনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা এবং সেবার মানের অভাব এই বিভাগের স্বাস্থ্যসেবাকে প্রভাবিত করছে। উন্নয়ন বঞ্চিত একটি অঞ্চল হিসেবে পরিচিত। এখানে নাই পর্যাপ্ত শিল্প-কারখানা, নেই আন্তর্জাতিক মানের হাসপাতাল বা গবেষণা প্রতিষ্ঠান।

বিশেষ করে বরিশালের সাধারণ মানুষ চিকিৎসার জন্য এখনও ঢাকায় যেতে বাধ্য হয়, যার ফলে অর্থ, সময় ও জীবন ঝুকির মধ্যে পড়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপনার দূরদর্শিতার ফসল হিসেবে বাংলাদেশের রোগিদের জন্য খুলে যায় চীনের দরজা।

চীনের বিনিয়োগে তারা বাংলাদেশে ৩ টি ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করবে যার একটি বরিশাল বিভাগে প্রতিষ্ঠার দাবিতে বরিশালের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে। এখন এই দাবি বরিশাল বাসির প্রানের দাবি হয়ে উঠেছে।

চীন সরকারের উপহার দেয়া একহাজার শয্যার হাসপাতাল বরিশালে প্রতিষ্ঠা করা হলে, দক্ষিণাঞ্চলের প্রায় ২ কোটিরও বেশি মানুষের জন্য এটি হবে একটি অভূতর্পূব উপকার। এর ফলে দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ উন্নতমানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাবে।

আধুনিক সেবা নিশ্চিত করতে হলে অবহেলিত এই বিভাগের জন্য সুসজ্জিত আধুনিক মানসম্মত চীনা হাসপাতাল এখন সময়ের দাবি মাত্র। বরিশাল বিভাগের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘকাল ধরে অবহেলিত।

এর ফলে বরিশাল বিভাগে তেমন কোন ছোট ও মাঝারি শিল্পের বিকাশ ঘটেনি। যোগাযোগ ব্যবস্থার তেমন কোন উন্নয়ন না হওয়ার ফলে এখনে বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান ও বিদেশি বিনিয়োগের বিকাশ ঘটেনি।

এর কারনে বরিশাল উন্নয়নের ক্ষেত্রে আনেকটা পিছিয়ে রয়েছে যা অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের প্রকল্প ছিলো বরিশাল-ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেইন মহাসড়ক, যা এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বর্পূণ।

বর্তমানে বরিশাল-কুয়াকাটা মহাসড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অথচ ভাঙ্গা থেকে শুরু করে পায়রা বন্দর এবং কুয়াকাটা পর্যন্ত একটি আধুনিক মহাসড়ক তৈরি হলে এটি হয়ে উঠবে দক্ষিণাঞ্চলের প্রাণরেখা।

পর্যটন, কৃষি ও বানিজ্যখাতে গতি আসবে। অতএব, বরিশাল বিভাগ তথা দক্ষিণাঞ্চলের ২২ জেলার কোটি মানুষের পক্ষে চীনা হাসপাতাল বরিশাল বিভাগে প্রতিষ্ঠার করার দাবী করছি।

চীন সরকারের উপহার স্বরূপ ঘোষিত একহাজার শয্যার আধুনিক হাসপাতাল যদি বরিশাল বিভাগে স্থাপন করা হয়, তাহলে স্বাস্থ্যখাতেও আমাদের বহুদিনের বঞ্চনার অবসান ঘটবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD