বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেহেন্দীগঞ্জ উপজেলার আওতাধীন কাজীরহাট থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ই রামাদানে মেহেন্দীগঞ্জ উপজেলার লতা , আন্ধারমানিক , বিদ্যানন্দপুর ও ভাষাণচর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বরিশাল ৪ আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ অধ্যাপক কাজী মেজবাহ উদ্দিন ফরহাদ । বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন , বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ , মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু প্রমুখ ।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের রূহের মাগফিরাত , বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা সহ বিগত ১৭ বছরে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আহত এবং নিহত নেতাকর্মীদের জন্য বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন , আজকে আমাদের শপথ হোক আমরা সন্ত্রাসীদের বয়কট করবো আজকে আমাদের শপথ হোক আমরা লুটেরাদের সঙ্গ ত্যাগ করবো আজকে আমাদের শপথ হোক আমরা দখলবাজদের রুখে দাঁড়াবো আজকে আমাদের শপথ হোক আমরা ভূমিদস্যুদের প্রতিহত করবো আজকে আমাদের শপথ হোক আমরা চাঁদাবাজদের না বলবো ।