সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
সরকারী বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি চিত্তবিনোদনের জন্য ক্রীড়া সামগ্রী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ তাজুল ইসলামের মাধ্যমে বুধবার বাদ আসর ক্যাম্পাসের প্রতিটি হলের জন্য সৌজন্য উপহার স্বরূপ একটি করে ক্যারাম বোর্ড প্রদান করা হয় ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের টিম প্রধান রিয়াদ উর রহমানের নেতৃত্বে বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির , সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তানজিল সহ বিএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব তালুকদার সজল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এই মহতি উদ্যোগ সাফল্যমণ্ডিত করতে অংশগ্রহণ করেন ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি সম্বলিত বুকলেট সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করে তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রিয়াদ উর রহমান ।
এ ছাড়াও বিএম কলেজের ছাত্রী হোস্টেলের জন্য ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু দাবা এবং লুডুর বোর্ড কিনে দেন তিনি ।