বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নগরীর জেলা মডেল মসজিদ মিলায়তনে শনিবার বিকেল ৪টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে শিক্ষা বৈঠক।
এতে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহম্মদ বাবর। দারস পেশ করেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ হাসান আতিক, তারিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মাহফুজুর রহমান মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমানসহ মহানগরীর সাংগঠনিক থানা সমূহের আমীর সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এতে মহানগরীর প্রায় ৫শতাধিক অগ্রসর কর্মী অংশ গ্রহণ করেন।