বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে বরিশাল “ল” কলেজ এর উদ্যাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
১লা জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল ল’ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১১:৩০ মিনিটে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখ থেকে শুরু হয়ে নগরীর টাউন হলের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর জেলা অফিসের সম্মুখে সমবেত হয়।
এরপর সেখান থেকে পুনরায় শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক বিবির পুকুর, জজ কোর্ট, চক বাজার প্রদক্ষীন করে অফিসের সামনে এসে সমাপ্ত হয়। এ সময় বিভিন্ন স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে উঠে।
উক্ত শোভাযাত্রার নেতৃত্ব দেন বরিশাল ল’ কলেজ ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির সুমন এবং সদস্য সচিব এসএম আজিজুর রহমান জুয়েল। এছাড়াও বরিশাল ল’ কলেজ ছাত্রদলের যুগ্নআহবায়ক সহ সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।