বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল বরিশাল জেলা দক্ষিণের পক্ষ থেকে সোমবার বিকেলে সদর রোড বি এন পি দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল বরিশাল জেলা দক্ষিণের সভাপতি মোঃ জসিম উদ্দিন মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন বরিশাল জেলা দক্ষিণ বি এন পির সদস্য সচিব এ্যাড আবুল কালাম শাহীন ।
বরিশাল জেলা দক্ষিণ বাস্তুহারা দলের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান নয়ন , সহ সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ তালুকদার , বরিশাল সদর উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক শাহ আলম হাওলাদার , সদস্য মোঃ সুমন হাওলাদার , বাবুগঞ্জ বাস্তুহারা দলের আহবায়ক সিদ্দিকুর রহমান , সদস্য সচিব মোঃ ফারুক মোল্লা , বাকেরগঞ্জ উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক মোঃ ওবায়দুল হক শিপন , সদস্য সচিব রায়হান হাওলাদার সহ উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন ।
এ সময় বরিশাল জেলা দক্ষিণ বাস্তুহারা দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে বরিশাল সদর , বাবুগঞ্জ এবং বাকেরগঞ্জ উপজেলা বাস্তুহারা দলের ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি এ্যাড আবুল কালাম শাহীন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।