মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
জুলাই বিপ্লবে প্রকাশ্য দিবালোকে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে শত শত মানুষ কে গুম খুন করে এবং লাশ পুড়িয়ে হত্যাকাণ্ডের প্রমাণ গায়েব করে ফেলার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত থাকায় আওয়ামী লীগ এবং তাদের দোসরদের সর্বোচ্চ শাস্তির দাবীতে শ্রমিকদল বরিশাল মহানগর এবং জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে সদর রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
বি এন পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান , বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার , সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল , বরিশাল মহানগর বি এন পির আহবায়ক মোঃ মনিরুজ্জামান ফারুক , সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া , সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন , জেলা দক্ষিণ বি এন পির আহবায়ক আবুল হোসেন খান , জেলা উত্তর বি এন পির আহবায়ক দেওয়ান মোঃ শহিদ উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ।
এ সময় বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের নেতৃত্বে সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সিকদার , বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী , সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ বরিশাল মহানগর এবং জেলা শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বৈরাচারী ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার ফাঁসির দাবীতে মুহুর্মুহু শ্লোগানে সদর রোড এবং এর আশেপাশের এলাকা প্রকম্পিত করে তোলেন ।
এদিকে রক্তের দাগ শুকিয়ে যাওয়ার আগেই দেশব্যাপী বিভিন্ন সংগঠনের ব্যানারের আড়ালে হায়েনা হাসিনার আওয়ামী লীগ , ছাত্রলীগ , যুবলীগ , শ্রমিকলীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীসহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনের মাথা চাড়া দিয়ে আত্মপ্রকাশের সকল চেষ্টা কে নস্যাৎ করে দেয়ার ব্যাপারে বরিশালের সর্বস্তরের শ্রমিক জনতাকে সর্বদা সজাগ থাকার আহবান জানান বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান ।
উড়ে এসে জুড়ে বসা হাইব্রিড নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড প্রতিরোধের মাধ্যমে লঞ্চঘাট , বাসস্ট্যান্ড , মাছ বাজার সহ জনগুরুত্বপূর্ণ স্থানে অবৈধ দখলবাজ এবং সন্ত্রাসী চাঁদাবাজদের উৎখাতে সম্মিলিত প্রচেষ্টার আহবান জানান তিনি ।