বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে সোমবার বাদ মাগরিব বি এন পি দলীয় কার্যালয়ে বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড মাজহারুল ইসলাম জাহানের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের সার্বিক দিক নির্দেশনা বাস্তবায়নে ক্ষমতার পালাবদলের চ্যালেঞ্জ মোকবেলায় আগামী দিনে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত সুন্দর বাংলাদেশ বিনির্মানে বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দেখানো পথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুন্দর গঠনমূলক অনুসরণীয় অনুকরণীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পন্ন করতে মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আয়োজিত সভায় ব্যক্তিগত মতামত তুলে ধরেন ।
বি এন পির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীর উত্তম এবং তার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত , সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং
বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মুনাজাত পরিচালনা , বিগত ১৭ বছরে খুনী মাফিয়া হাসিনার রোষাণলে ক্ষতিগ্রস্থ বরিশাল মহানগর যুবদলের অসহায় কর্মীদের সার্বিক খোঁজ খবর নেয়া , যুবদল কর্মীদের রক্তদান কর্মসূচী , চক্ষু চিকিৎসা , দাঁতের চিকিৎসা , ডায়বেটিস পরীক্ষা সহ বৃহৎ পরিসরে বিভিন্ন জনহিতকর কার্যাবলী সম্পাদনের মাধ্যমে অনাড়ম্বর পরিবেশে ভাবগাম্ভীর্যপূর্ণ প্রতিষ্ঠা বার্ষিকী পালনে এ সময় সকলে একমত পোষণ করেন ।