বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড মাজহারুল ইসলাম জাহানের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব পরিদর্শন করেন যুবদলের নেতৃবৃন্দ ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনায় এবং বরিশাল মহানগর বিএনপির তত্ত্বাবধানে যে কোন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বরিশাল মহানগরের অন্তর্গত মন্ডপ সমূহের নিরাপত্তা বিধানে নিরবিচ্ছিন্ন ভাবে যুবদলের কর্মী বাহিনী নিয়োজিত আছে বলে নিশ্চিত করেছেন বরিশাল মহানগর যুবদলের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড মাজহারুল ইসলাম জাহান ।
ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের হাত থেকে সনাতনী ধর্মাবলম্বীদের জান মাল রক্ষা করার মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য নজির স্থাপনে অতীতের ন্যায় ভবিষ্যতে ও মাঠে নিজেদের অস্তিত্ব জানান দিতে বরিশাল মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বরিশাল মহানগর যুবদলের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ।
এ সময় নেতৃবৃন্দ দীর্ঘ সময় নিয়ে ফলপট্টি মোড় থেকে শুরু করে চকবাজার , কাটপট্টি , সদর রোড , বাজাররোড , দপ্তরখানা , বাকলার মোড় , ভাটিখানা , নাজিরের পোল , কাউনিয়া ব্রাঞ্চরোড , নতুন বাজার সহ মহানগরীর প্রায় সকল মন্ডপ পরিদর্শনপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেন ।