বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম তালুকদারের রূহের মাগফিরাতের জন্য মঙ্গলবার বাদ আসর বি এন পি দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাত করা হয় ।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার আহবায়ক হামলা মামলার শিকার রাজপথের লড়াকু যোদ্ধা মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সিকদারের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বরিশাল মহানগর বি এন পির আহবায়ক মনিরুজ্জামান ফারুক , সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া , ১ নং সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন , বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হক ফরাজী , সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ ।
মোনাজাতে বরিশাল মহানগর ও জেলা শ্রমিকদল সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন ।
এ সময় মাইয়েতের বড় ছেলে মোঃ সানজিদ আলম তার বাবার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন । সভাপতির বক্তব্যে ফয়েজ খান বলেন , শহিদুল ইসলাম আমার ছোটবেলার বন্ধু , তাছাড়াও দীর্ঘদিন একসাথে চাকুরীর সুবাদে অনেক কাছ থেকে তাকে দেখার সুযোগ হয়েছে । দলীয় কর্মসূচী বাস্তবায়নে তার প্রচেষ্টা এবং ত্যাগের যথাযথ মূল্যায়ন দলের পক্ষ থেকে আমরা করতে পারিনি ।
তার কাজের স্বীকৃতি স্বরূপ আজ আমরা শুধু তার পরকালীন মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে ফারিয়াদ জানাতে ভারাক্রান্ত হৃদয়ে স্বল্প পরিসরে একত্রিত হতে পেরেছি । তার শোঁকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি ।
আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার জন্য বৃহৎ পরিসরে তার এবং তার প্রিয় পরিবারের অন্যান্য সদস্যদের উপকারে আসতে ব্যর্থ হয়েছি ।
আগামী দিনে বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এবং বরিশাল মহানগর বি এন পির নেতৃবৃন্দের সার্বিক দিক নির্দেশনায় শহিদুল ইসলামের পরিবারের জন্য আমরা কিছু একটা করতে চাই ।
মহান আল্লহ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন । আমীন ।