মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস।
“আর্ত মানবতার সেবায় ও মানবতার কল্যানে” এই স্লোগানকে কেন্দ্র করে ১৩ই সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ ঘটিকায় কুমিল্লার লাঙ্গলকোট গ্রামের বিভিন্ন স্হান ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল, লবন,কয়েল,মোম,চানাচুর,বিস্কুট,ম্যাচ,স্যালাইন, স্যানিটারী প্যাড অন্যতম। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠন এর সদস্য কাওসার হোসেন, মেহেদী,আশিক।বন্যার্তদের উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পর্কে সংগঠন এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন বানবাসী এই মানুষের পাশে দাঁড়াতে পেরে সত্যিই খুব ভাল লাগছে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি।
যারা এই মানবিক কর্মকাণ্ডে সার্বিকভাবে সহায়তা করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো অফুরন্ত।