ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ও ভোটাধিকার রক্ষার্থে এবং পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস’র মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
মহিপুর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মহিপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা সহ-সভাপতি হাওলাদার মোহাম্মাদ সেলিম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আর আই এম অহিদুজ্জামান, সদস্য আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান আব্বাসী, ধূলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মেজবা উদ্দিন খান (দুলাল), ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আসাদুজ্জামান ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোঃ যোবায়ের হোসেন প্রমুখ।
গণসমাবেশ পরিচালনা করেন মাস্টার মোহাম্মদ ফারুক হোসেন।
গণসমাবেশে বক্তারা সাম্য, ন্যায় বিচার ও আদর্শভীত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। এই স্বাধীনতা দূর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে।
তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে অরাজকতা দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কয়েকজন যুবক ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০৭-০৯-২০২৪।