শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
ইটভাটার মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে বরিশালের বানারীপাড়া বিএনপি নেতাসহ
২৭ জনের বিরুদ্ধে আদালতে একটি নালিশি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি অভিযোগটি
দায়ের করেন বিএনপিপন্থি ব্যবসায়ী ইটভাটার মালিক আবুল কালাম। অভিযোগটি আমলে নিয়ে
আদালতের বিচারক শারমিন সুলতানা বানারীপাড়া থানার ওসিকে এজাহার (এফআইআর)
হিসেবে গ্রহণের নিদের্শ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম বলেন, বিচারক শারমিন সুলতানা
অভিযোগটির শুনানি শেষে সেটি আমলে নিয়ে থানার ওসিকে এফআইআর হিসেবে গণ্য করার
নিদের্শ দিয়েছেন। এতে নামধারি ৭ জন এবং অজ্ঞাতনামা আরো ২০ জন আসামি রয়েছে।
তারা হলেন, উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুুর রহমান
মাসুম মৃধা, সালাউদ্দিন মিন্টুু, ওয়াসিম মৃধা, সাহাদাত মৃধা, নাছির মৃধা, পারভেজ
ব্যাপারী ও বাবুল মৃধা।
ভুক্তভোগী কালাম ব্রিকসের স্বত্বাধিকারী আবুল কালাম বলেন, গত ৭ আগস্ট বিকেলে যুবদল নেতা
সালাউদ্দিন মিন্টু ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুুর রহমানের
নেতৃত্বে ২৬/২৭ জন ইউনিয়নের ডুমুুরিয়ার গ্রামের বাড়িতে এসে ১০ লাখ টাকা দাবি
করে।
দাবিকৃত টাকা না দিলে সে ব্যবসা পরিচালনা করতে পারবে না বলে হুমকি দেয়।
এ সময়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে মাসুম বিভিন্ন সময়ে তার মোবাইল ফোন দিয়ে
দাবিকৃত অর্থের জন্য চাপ দিতে থাকে এবং প্রাণ নাশের হুমকি দেয়।
গত ৭ আগস্ট পুনরায় অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে।
তারা ইট ভাটায় হামলা চালিয়ে ভাংচুর করে।
পাশাপাশি তার ঘরে থাকা নারীদের শ্লীলতাহানি ঘটনায়।