দেশজুড়ে লুটপাট, অগ্নিসংযোগ, শিল্পীদের উপর হামলা ও সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিরুদ্ধে বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নিপীড়ন বিরোধী মঞ্চ বরিশালের ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে তারা। এতে বরিশালের বিভিন্ন মন্দির কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সমাবেশের এক পর্যায়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে তারা।
নিপীড়ন বিরোধী মঞ্চ বরিশালের সমন্বয়ক কাজল দাস’র সভাপতিত্বে বক্তারা বলেন, সরকার পতনের পর থেকে সারাদেশের সাথে বরিশালেও হিন্দুু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভাংচুর করছে। মন্দির ভাঙচুর করা হচ্ছে, ধর্ষণ করা হয়েছে হিন্দু মেয়েদের।
সমাবেশ থেকে তারা অন্তবর্তিকালীন সরকারের কাছে যারা এ ধরনের কাজে জড়িত তাদের বিচার দাবি করেন।
আয়োজিত সমাবেশে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল পূজা উদযাপন পরিষদ মহানগর সভাপতি ভানু লাল দে, সহ-সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, কমিউনিষ্ট পার্টি বরিশাল জেলার সভাপতি অ্যাড. এ কে আজাদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উম্মেষ রায়সহ প্রমূখ।
সমাবেশ শেষে একটি মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়।
এসময় বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে সেনাবাহিনীর গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ করা হয়। তুমুল বৃষ্টিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুপুর ২টায় শেষ হয়। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হয়।