বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি বরিশাল মহানগর শাখার নবগঠিত কমিটির আহবায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার কে স্বাগত জানিয়ে বরিশাল মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুর রহমান মাসুদ এবং সাধারণ সম্পাদক এ্যাড মাজহারুল ইসলাম জাহানের নেতৃত্বে সদর রোডে মোটর শোভাযাত্রা বের করা হয় ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কান্ডারী সাবেক প্রধানমন্ত্রী বর্তমান ফ্যাসিস্ট সরকারের রোষাণলে গৃহবন্দী শারীরিক ও মানসিক ভাবে চরম বিপর্যস্ত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে শ্লোগানে শ্লোগানে সদর রোড প্রকম্পিত করে তোলেন বরিশাল মহানগর যুবদলের নেতৃবৃন্দ ।
ইতিহাসের রাখাল রাজা বি এন পির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীর উত্তমের সুযোগ্য উত্তরসূরী বি এন পির সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে দেশের মাটিতে ফিরিয়ে আনার মাধ্যমে জনগণের হারনো গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয় ।