শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
<কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার সকাল ৭ টায় কলাপাড়া উপজেলা, মহিপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, উপজেলা সিনিয়র সহ-সভাপতি নির্মল নন্দি, সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, এ্যাড. মজিবর রহমান চুন্নু, মহিপুর থানা যুবলীগ’র আহবায়ক মিজানুর রহমান বুলেট, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মো: ইয়ামিন আহম্মেদ, ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান মুসাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলার আওয়ামীলীগ ও মহিপুর, কুয়াকাটা আওয়ামী লীগ বিকেলে দোয়া মিলাদ,র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।