রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ
পটুয়াখালীর কলাপাড়ায় পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর চারজন কর্মী গুরুতর জখম হয়েছে।
বুধবার রাত ৮ টার দিকে কলাপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় এ দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্র জানায়, আহতদের মধ্যে মোকছেদ (৪৫) ও সাইমুন ইসলাম (২২) নামের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহত শাকিব (১৫) ও বায়েজিদ (২০) নামের দুইজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে মোকছেদ ও সাইমুনের অবস্থা গুরুতর বলে জানান কর্তব্যরত চিকিৎসক। সূত্রটি আরও জানায়, বুধবার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা শেষে ঘোড়া প্রতীকের বিজয়ী প্রার্থী আব্দুল মোতালেব তালুকদারের কর্মী সমর্থকরা রজপাড়া ভোট কেন্দ্র থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফিরছিল।
পথিমধ্যে বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় দোয়াত কলম প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান কোক্কা মীরার কর্মী সমর্থকরা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এতে চারজন গুরুতর জখম হয়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় চারজন জখম হয়েছে। এদের মধ্যে দুইজন ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও বরিশালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপর নজির (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।