শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল বিবির পুকুরে জুতা উঠাতে গিয়ে যুবক নিখোঁজ ২ঘন্টা পর মৃত উদ্ধার করা হয়েছে। ৩০ শে মে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডস্থ বিবির পুকুরে পরে যাওয়া জুতা উঠাতে গিয়ে পানিতে পরে গিয়ে যুবক নিখোঁজ হয়।
অনেক খোজাঁ খুজি করার পর না পেয়ে উপস্থিত জনতা ফায়ার সার্ভিস এ, তাৎক্ষনিক খবর দেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে অনেক চেস্টার পর প্রায় ২ ঘন্টা খোজাখুজির পর ওই যুবককে মৃত উদ্ধার করে। নিহত ওই যুবকের নাম সাগর নগরীর ২৩ নং ওয়ার্ড চৌমাথা এলাকায় তার বাসা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস উদ্ধারকর্মীরা।