রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত
শিক্ষা-গণতন্ত্র-মনুষ্যত্ব রক্ষার ৪ দশকে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষা-গণতন্ত্র-মনুষ্যত্ব রক্ষার ৪ দশকে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

২৪ জানুয়ারি সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে শিক্ষা-গণতন্ত্র-মনুষ্যত্ব রক্ষার ৪ দশক উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে একটি লাল পতাকা মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

মিছিলশেষে সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একই পদ্ধতির শিক্ষানীতি প্রণয়নের দাবিতে প্রতিষ্ঠার পর বিগত ৪ দশক ধরে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে।

শোষণ নিপীড়নের রক্তচক্ষুকে উপেক্ষা করে সমাজতন্ত্রের মহান আদর্শকে বুকে ধারণ করে এদেশের ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। একইসাথে এদেশে সর্বহারা শ্রেণির মুক্তির লক্ষ্যে সমাজ পরিবর্তনের লাল ঝান্ডা তুলে ধরছে সর্বাগ্রে। বক্তারা আরও বলেন, আমরা এমন একটা সময়ে সংগঠনের চার দশক উদযাপন করছি যখন পুরো বাংলাদেশের উল্টোস্রোতে ভাসমান এক ছবি দেখতে পাচ্ছি।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের  সংগ্রামী চেতনা ও আকাঙ্খাকে পদদলিত করে দেশে চলছে একটা একদলীয় শাসনব্যবস্থা, গণতন্ত্রকে দেয়া হয়েছে মাটিচাপা। তার সর্বশেষ উদাহরণ দেখি সকল প্রকার জনমতকে উপেক্ষা করে গত ৭ জানুয়ারির একতরফা নির্বাচন।

জনগণের মৌল মানবিক চাহিদাকে ক্ষুন্ন করা হচ্ছে প্রতিনিয়ত। শিক্ষার উপর চলছে সর্বগ্রাসী আক্রমণ। বক্তারা বলেন, দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে সরকার দলীয় ছাত্র সংগঠনের একক আধিপত্য, হল দখল, সিট বাণিজ্য, মাস্তানি চাঁদাবাজি ও বিরোধী মত দমনের তৎপরতা। সর্বজনীন শিক্ষার দাবিকে অগ্রাহ্য করে শিক্ষাকে পরিণত করা হয়েছে ব্যবসায়িক পণ্যে।খাতা-কলমসহ শিক্ষা উপকরণের দাম ও বেতন ফি বাড়ছে ক্রমাগত।

শিক্ষায় বাজেট বাড়ানো হচ্ছেনা অথচ নতুন নতুন শিক্ষাক্রমের নামে শিক্ষার্থীদের গিনিপিগ বানানো হচ্ছে। নেতৃবৃন্দ সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা আন্দোলন ও শোষণ মুক্তি সংগ্রামকে বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। গত ৪ দশকের ধারাবাহিকতায় আগামী দিনেও সংগ্রাম অব্যহত রাখাতে সকল শিক্ষার্থীদের ছাত্র ফ্রন্টের গর্বিত সদস্য হওয়ার আহবান জানান। বার্তা প্রেরক ফারজানা আক্তার অর্থ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল মহানগর শাখা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD