বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামে পারিবারিক কলহকে কেন্দ্র করে শ্বশুর ও জামাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আবদুল মোতালেব সিকদার (৬৫), মোঃ আব্বাস (৪০), ইনারা বগম(৫৫), আবদুর রব হাওলাদার(৬০) ও মোঃ কাইয়ুম(২৬) নামে ৫ জন।
জানা গেছে, আবদুল মোতালেব সিকদার এবং আবদুর রব হাওলাদার সম্পর্কে বেয়াই। দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে পারিবারিক কলহ নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে ২টার দিকে আবদুর রব হাওলাদারের সাথে তাঁর মেয়ে জামাই আব্বাস সিকদারের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধলে উভয় পরিবারের সদস্যরা এগিয়ে আসলে বিক্ষিপ্ত সংঘর্ষ বাঁধে।
এ ঘটনায় আহত আবদুল মোতালেব সিকদার মোঃ আব্বাস সিকদার ইনারা বেগম কে বাউফল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পৃথক দুইটি সংঘর্ষের ঘটনা কথা শুনে ঘটনাস্হলে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্হা নেয়া হবে।