সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব সাবেক হুইপ,সাবেক বরিশাল সিটি মেয়র বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মজিবর রহমান সরোয়ার সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল।
আজ সোমবার (৬) নভেম্বর সকাল সোয়া ১০ টায় নগরীর সার্কিট হাউস প্রাঙ্গন থেকে মহানগর ছাত্রদলের ১নং সহ সভাপতি মুসফিকুর রহমান অভির নেতৃত্বে প্রশাসনের দৃষ্টি এড়িয়ে মিছিলটি বের হয়ে কয়েক স্পটে প্রদক্ষিণ করে। অপরদিকে দ্বিতীয় দফায় বিএনপি সহ সমমনা দলের ডাকা ২ দিনের অবরোধ কর্মসূচীর ২য় দিনে অবরোধের কোন প্রভাব পড়েনি বরিশালে।
এছাড়াও দুপুর ১২:৩০ মিনিটে বিএম কলেজের সামনে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: সোহেল রাড়ীর নেতৃত্বে বরিশালে অবরোধের সমর্থনে ও বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ারের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল আনুষ্ঠিত হয়।