রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বিএনপি জামায়াতের নৈরাজ্য সহিংসতা, জনগন ও পুলিশের উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজের সামনে এসে শেষ হয়।
মিছিলে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লস্কর নুরুল হক, নগরীর ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দিন, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষারসহ নগরীর ৩০ ওয়ার্ডের নেতৃবৃন্দ।