সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও উন্নয়ন বিষয়ে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি।
মঙ্গলবার রাতে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ওই মতবিনিময় সভায় যোগদান করেন তিনি। এ সময় প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচন, এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের জন্য নির্মানাধীন বহুতল ভবনের খোজ খবর নেন এবং বিভিন্ন কর্ম কৌশ নির্ধারণ করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিযাবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ অন্যান্যরা।
পরে মন্ত্রী শারদীয় দূর্গোৎসবের পুনঃমিলনী অনুষ্ঠানে যোগদান করেন।