শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : বরিশালের উজিরপুর উপজেলার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৭ জুন) সন্ধ্যা ৬টায় উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক জানান, স্থানীয়রা পরিত্যক্ত ওই পুকুরে ২০-২৫ বছর বয়সী ওই যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
‘পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।’
তিনি বলেন, অজ্ঞাত যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় একটি গামছা পাওয়া গেছে। তাই মৃত্যুর কারণ নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এছাড়া, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।