বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় কেক কাটা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়।
কেক কাটা ও আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নে পণ্য বাজারজাতকরণে মার্কেটিংয়ের কোনো বিকল্প নেই। বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা তাদের সঠিক মার্কেটিং ব্যবস্থাপনার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য শেষে কেক কেটে আনন্দ র্যালিতে অংশ নেন প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকারের সভাপতিত্বে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।