মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
আসন্ন সিটি নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের সমর্থনে জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর আয়োজিত কর্মী সভা মঙ্গলবার বাদ মাগরিব অক্সফোর্ড মিশন রোডে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয় । বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বিশিষ্ট সমাজসেবক এবং শিল্পপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।