সোমবার, ০৭ Jul ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্স:
মঙ্গলবার কোষ্টগার্ড ও পুলিশ এর পক্ষ থেকে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বরিশাল স্টেশানের কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী’র নেতৃত্বে কীর্তনখোলা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা হতে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি মানামি লঞ্চে তল্লাশি করে দুটি ব্যাগ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মো. মানিক মিয়া (২১) কে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বগাবাড়ি গ্রামের বাসিন্দা।পরবর্তীতে জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল। এদিকে অপর এক অভিযানে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন চরকাউয়া ইউনিয়নের জিরোপয়েন্টে অভিযান চালায় পুলিশ।এসময় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি রাব্বি কাজী (২১) ও সিহাব সিকদার (২৪) কে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সিহাব সিকদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গাগুরিয়া এলাকার ও রাব্বি কাজী বরিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ড কলাপট্টি এলাকার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।