মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ আজ ২৮ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে অসহায় দুস্হঃ সুবিধা বঞ্চিত ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।এসময় জেলা প্রশাসক বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বরিশাল মনদীপ ঘরাই, সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ মহিন উদ্দিনসহ অন্যান্যরা।