মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তারই ধারাবাহিকতায় বরিশালে অনলাইন খতিয়ান সরবরাহকারী কিয়স্ক মেশিন এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।
এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার, সহকারী কমিশনার বৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা শুভ উদ্বোধন ফলক ও ফিতা কেটে অনলাইন খতিয়ান সরবরাহকারী কিয়স্ক মেশিন এর শুভ উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল কিয়স্ক মেশিন এর কার্যক্রম পর্যবেক্ষন করেন।